Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের সর্ব সাধানের অবগতির জন্য জানানো যাইতেছে যে ৫নং ভূরুঙ্গামারী ইউনিয়নের ভিজিডি বর্তমান ভিডব্লি উ বি আবেদন চলমান।
বিস্তারিত

ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কার্যক্রম

মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসচ্ছল, বিধবা,তালাকপ্রাপ্ত নারীদের ভালনারেবল উইমেন বেনিফিট (VWB)  কর্মসূচির মাধ্যমে  প্রতি ০২ (দুই) বছর মেয়াদে মাসে ৩০ কেজি  চাল প্রদান করছে। সরকার জীবনচক্র ভিত্তিক কাঠামোর আওতায় অসচ্ছল মহিলাদের (বিধবা, তালাকপ্রাপ্তা, অসচ্ছল মহিলা) উন্নয়নের মূল স্রোতধারায় আনার জন্য এ কার্যক্রম গ্রহণ করেছে। “স্বনির্ভরতার জন্য সহায়তা” মূলনীতি অনুসরণ করে খাদ্য সহায়তার পাশাপাশি সামাজিক সুরক্ষার আলোকে স্থায়ীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন, আয়বর্ধক প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে  সচেতনতা প্রদান ইত্যাদি উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। উপকারভোগীগণ সঞ্চয় ব্যবস্থাপনার আওতায় প্রতি মাসে নিজ একাউন্টে ২০০/- (দুইশত) টাকা সঞ্চয় জমা করে থাকে, যা ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য প্রারম্ভিক মূলধন গঠন হিসেবে কাজ করে। যা নারীদের আর্থিক অন্তর্ভূক্তি ভূমিকা রাখছে।

 

বিস্তারিত জানতে VWB MIS এর লিঙ্ক এ ভিজিট করুনঃ www.dwavgd.gov.bd

ডাউনলোড
প্রকাশের তারিখ
20/11/2022
আর্কাইভ তারিখ
25/11/2023