ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে দুইটি নদী আছে। ভূরুঙ্গামারী ফুল কুমার নদীটি ভারত হতে প্রবেশ করে আবার ভারত গেয়েছে। আবার বাংলাদেশে এসেছে। ফুলকুমার নদীটি ১নং পাথরডুবী ইউনিয়ন পরিষদের মধ্যদিয়ে ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে প্রবেশ করেছে। নদীটি ছোট হলেও এটিই একমাত্র নদী যেটি অতি পুরাতন ঐতিহ্য বহন করে আসছে। নদীটিতে অতিতে সারা বছর পানি থাকত। এবং সব সময় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। নদীর মাছ ধরে বাজারে বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করত। কিন্তু বর্তমান নদীটি প্রায়ই পানি শুন্য থাকে। ফা্ল্গুন ও চৈত্র মাসে নদীটি সম্পূর্ন শুকনা থাকে। নদীটি তার নাব্যতা হারাতে বসেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস